শেষ হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের গ্রুপ পর্ব। শেষ দিনে এসে নক আউট পর্ব নিশ্চিত করেছে বেশ কিছু দল। এর মাঝে সবচেয়ে বড় নাম স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এছাড়া লা লিগার আরেক দল অ্যাথলেতিকো মাদ্রিদও শেষ ম্যাচে নক আউট পর্ব নিশ্চিত করেছে।
সবমিলিয়ে ১৬টি দল চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে উত্তীর্ণ হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব ম্যানচেস্টার সিটি গ্রুপ পর্বে যুগ্মভাবে রেকর্ড ১৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে উঠেছে।
নক আউট পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী সোমবার। তার আগে একনজরে দেখে নিন চূড়ান্ত হওয়া ১৬টি দল:
রিয়াল মাদ্রিদ (স্পেন), বার্সেলোনা (স্পেন), অ্যাথলেতিকো মাদ্রিদ (স্পেন), সেভিয়া (স্পেন), বায়ার্ন মিউনিখ (জার্মানি), বরুসিয়া ডর্টমুন্ড (জার্মানি), লাইপজিগ (জার্মানি), বরুশিয়া মনশেনগ্লাডবাখ (জার্মানি), লিভারপুল (ইংল্যান্ড), চেলসি (ইংল্যান্ড), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), আতালান্তা (ইতালি), জুভেন্টাস (ইতালি), লাৎসিও (ইতালি), পোর্তো (পর্তুগাল) ও পিএসজি (ফ্রান্স)।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ