নেইমারের দুর্দান্ত হ্যাটট্রিকে গ্রুপ চ্যাম্পিয়ন পিএসজি

ফুটবল দুনিয়া December 10, 2020 629
নেইমারের দুর্দান্ত হ্যাটট্রিকে গ্রুপ চ্যাম্পিয়ন পিএসজি

গতরাতে মাত্র ১৪ মিনিট হওয়ার পর বন্ধ হয়ে যাওয়া পিএসজি এবং বাসাকসায়েরের মধ্যকার ম্যাচটি আজ আবার অনুষ্ঠিত হয়েছে। পিএসজির ঘরের মাঠে আজ ম্যাচটি শুরু হয় ১৪ মিনিট থেকেই।


ম্যাচে নেইমার জুনিয়ারের দুর্দান্ত হ্যাটট্রিককে বাসাকসায়েরকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। এছাড়া জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে।


ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়ে যায় বাসাকসায়ের। তবে পিএসজি গোলকিপার কেইলর নাভাসের দক্ষতায় সে যাত্রায় বেঁচে যায় তারা। ম্যাচের ২১ মিনিটের সময় ভেরাত্তির পাস থেকে গোল করে পিএসজিকে লিড এনে দেন নেইমার জুনিয়র।


এই গোলের রেশ না কাটতেই ম্যাচের ৩৮ মিনিটে দ্বিতীয় গোলটিও পেয়ে যায় পিএসজি। কিলিয়ান এমবাপ্পের পাস থেকে দল ও নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার।


বিরতির আগেই পিএসজিকে ৩-০ গোলে এগিয়ে দেন এমবাপ্পে। পেনাল্টিতে গোল করেন এই ফরাসি। আর বিরতির পর নেমেই ৫০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার।


আর তার ৫ মিনিট পরই ডি মারিয়ার অ্যাসিস্ট থেকে গোল করে পিএসজির লিড আরও বাড়ান এমবাপ্পে। - স্পোর্টসজোন২৪