মেসিদের বিশ্বকাপ ফাইনাল খেলানো কোচ আর নেই

ফুটবল দুনিয়া December 9, 2020 870
মেসিদের বিশ্বকাপ ফাইনাল খেলানো কোচ আর নেই

২০২০ করোনার বছর, নিষ্ঠুর এক বছর। করোনা কেড়ে নিলো কত কত প্রাণ, করোনা ছাড়াও কত রথী-মহারথীরা দুনিয়া ছাড়লেন এই দুই হাজার বিশেই। এভাবে হয়তো কোন একটা বছরের উপর অভিমান চাপানে ঠিক না, ২০২০ বোবা ক্যালেন্ডারের আরেকটা বছরই তো। তবে এই বছরেই যেন প্রিয় মানুষগুলোর মৃত্যু সংবাদ আমাদের কাঁদাচ্ছে একটু বেশিই।


এবার বিদায় বললেন সাবেক আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ পরিচয়েই বেশিরভাই ফুটবলরপ্রেমী তাকে জানেন। আর্জেন্টিনার কোচ হলেও আকাশী-সাদা ভক্তদের বাইরেও অন্য পতাকার সমর্থকরাও ভদ্রলোককে পছন্দ করতেন বেশ।


দীর্ঘদিন ধরেই ভুগছিলেন নানা শারীরিক জটিলতায়। লম্বা সময় হাসপাতালে থাকার পর ছুটিও মিলেছিলো। গেল ২৬ নভেম্বর ম্যারোডোনোর মৃত্যুর পরদিন শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে দ্রুত হাসপাতালে নেয়া হয়; রাখা হয় আইসিইউ’তে।


এমনিতে অসুস্থ ছিলেন, তার উপর প্রিয় ম্যারোডোনার মৃত্যুর খবরেও বেশ কষ্ট পেয়েছিলেন সাবেলা। বিষয়টি দুই’য়ে দুই’য়ে চার মেলানো নয়, সেসময় তার পরিবারের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছিল।


২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন সাবেলা। তবে জার্মানির কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে বিশ্বকাপ ছোঁয়া হয়নি। বিশ্বকাপজুড়ে সাবেলার মাস্টার ট্যাকটিস বেশ প্রশংসা কুড়িয়েছিল,দলও ফল পাচ্ছিলো। শুধু শিরোপাটাই জেতা হয়নি। তার আগে প্রায় তিন বছেররও বেশি সময় ধরে বিশ্বাকাপের দল গোছানোর কাজও করেন সাবেলা।


২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আলবিসেলেস্তেদের সামলেছেন সাবেলা। কোচ হিসেবে ঘরোয়া ক্লাব লা প্লাটায় দুই বছরের কিছু বেশি সময় কাটান। আর ২০১১ সালে আমিরাতের ক্লাব আল-জাজিরায় কোচিং শুরুর মাস না ঘুড়তেই দেশের ডাক সারা দিয়ে মেসিদের দায়িত্ব নিয়েছিলেন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪