আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা আর নেই

ফুটবল দুনিয়া November 25, 2020 1,757
আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা আর নেই

মারা গেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ডেইলি মেইল। বুধবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।


আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নভেম্বরের প্রথম দিকে মস্তিস্কে রক্তজমাট বাঁধার কারণে অস্ত্রোপচার হয়েছিল ম্যারাডোনার। হাসপাতাল থেকে বাসায় ফেরার দুই সপ্তাহ পর তার মৃত্যু হলো।


সর্বকালের অন্যতম সেরা ফুটবলার খ্যাত ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান ১৯৮৬ সালে। খেলেছেন বোকা জুনিয়র্স, নাপোলি ও বার্সেলোনায়।


সূত্রঃ রাইজিংবিডি