কাতার বিশ্বকাপ বাছাই পর্বের লাতিন অঞ্চলের সর্বশেষ ম্যাচে পেরুর বিপক্ষে জয় পেয়েছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে দেশের জার্সিতে আরও একটি অনন্য রেকর্ডের মালিক বনে গেছেন আলবেসিলেস্তে দলপতি লিওনেল মেসি।
পেরুর বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়ে আর্জেন্টিনা চলতি বাছাই পর্বে তুলে নিয়েছে তৃতীয় জয়। মোট ৪ ম্যাচ খেলে এই তিন জয় পেয়েছে আকাশী-সাদা জার্সি ধারীরা।
পেরুর বিপক্ষে এই জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। তিনি পেছনে ফেলেছেন সাবেক সতীর্থ হ্যাভিয়ের মাসচেরানোকে।
মাসচেরানো আর্জেন্টিনার হয়ে ৮৪টি ম্যাচ জিতেছিলেন। তিনি খেলেছিলেন ১৪৭ ম্যাচ। মেসি তার থেকে ৫ ম্যাচ কম খেলে তাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন। আর্জেন্টিনার হয়ে ১৪২ ম্যাচ খেলে মেসির জয় এখন ৮৫টি।
সূত্রঃ স্পোর্টসজোন২৪