২০২০ সালে অপরাজিত রইল মেসির আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া November 18, 2020 765
২০২০ সালে অপরাজিত রইল মেসির আর্জেন্টিনা

করোনার ধাক্কায় ২০২০ সালের অর্ধেকটাই কেটে গেছে ফুটবল ছাড়া। যেখানে মার্চে শুরু হওয়ার কথা ছিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সেখানে তা শুরু হয়েছে গত অক্টোবরে।


ফলে স্বাভাবিক ভাবেই কম ম্যাচ খেলতে পেরেছে দলগুলো। মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে আর্জেন্টিনার। চারটি ম্যাচই ছিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ।


এই চার ম্যাচে আর্জেন্টিনা জয় তুলে নিয়েছে তিনটি ম্যাচে। গোল করেছে ৬টি এবং হজম করেছে ২টি। ক্লিনশিট রেখেছিল ২টি ম্যাচে। এই চার ম্যাচের মধ্যে আর্জেন্টিনার বড় জয়টি ছিল পেরুর বিপক্ষে ২-০ গোলের।


সূত্রঃ স্পোর্টসজোন২৪