পেরুর বিপক্ষে দুর্দান্ত জয়ে বছর শেষ করলো আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া November 18, 2020 1,570
পেরুর বিপক্ষে দুর্দান্ত জয়ে বছর শেষ করলো আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সহজ জয় পেয়েছে আর্জেন্টিনা। পেরুকে তাদেরই ঘরের মাঠে ২-০ গোলে পরাজিত করেছে আলবেসিলেস্তেরা।


কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে জিতলেও সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ড্র করে একটু হতাশই ছিল আর্জেন্টিনা। সেই হতাশা কাটিয়ে পেরুর বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে মেসিরা।


পেরুর মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনার দুটি গোলই আসে প্রথমার্ধে। ১৭তম মিনিটের সময় লো সেলসোর পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস গনজালেস।


এই গোলের রেশ না কাটতেই ম্যাচের ২৮ মিনিটে দ্বিতীয় গোলটিও পেয়ে যায় আর্জেন্টিনা। পিএসজি মিডফিল্ডার পারেদেসের পাস থেকে গোলটি করেন লাউটারো মার্তিনেজ।


বিরতির আগেই দুই গোল পাওয়া আর্জেন্টিনা ম্যাচের বাকি সময়ে আর কোন গোল করতে পারেনি। পেরুও পারেনি কোন গোল পরিশোধ করতে। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪