কাতার বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা দারুন হয়েছিল আর্জেন্টিনার। কিন্ত ঠিক দুই ম্যাচ পরেই হলো ছন্দপতন। ঘরের মাঠে প্যারাগুয়ের সাথে ড্র করে খোঁয়ালো পয়েন্ট।
যে কারনে এবার পেরুর বিপক্ষে ম্যাচে একটু সতর্কই থাকতে হবে লিওনেল স্কালোনির শিষ্যদের। পেরুর রাজধানী লিমায় বাংলাদেশ সময় ভোর ৬.৩০ টায় শুরু হবে ম্যাচটি।
ঘরের মাঠে সর্বশেষ ম্যাচে প্যারাগুয়েকে প্রায় হারিয়েই দিচ্ছিলো আর্জেন্টিনা। মেসির গোলটি বাতিল না হলে হয়তো শতভাগ জয়ের ধারা অব্যাহত থাকতো আলবেসিলেস্তেদের।
বর্তমানে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান করছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। শতভাগ জয় নিয়ে যেখানে শীর্ষে আছে পাঁচবারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিল।
আর্জেন্টিনার সামনে সুযোগ আছে কালকের ম্যাচে ভালো কিছু করে টেবিলের শীর্ষস্থান দখল করার। পেরুকে তাদেরই ঘরের মাঠে হারাতে পারবে কি আর্জেন্টিনা? জানতে হলে অপেক্ষা করতে হবে আগামীকাল সকাল পর্যন্ত!
সূত্রঃ স্পোর্টসজোন২৪