উরুগুয়ের বিপক্ষে ম্যাচেও নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

ফুটবল দুনিয়া November 15, 2020 1,752
উরুগুয়ের বিপক্ষে ম্যাচেও নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে তারকা ফুটবলার নেইমারকে ছাড়াই ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। তবে নেইমারের কুঁচকির ইনজুরি সহসায় সেরে উঠছে না। ফলে আগামী বুধবার উরুগুয়ের বিপক্ষেও নেইমারকে একাদশে পাচ্ছে না ব্রাজিল।


বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে কুঁচকির ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন তিনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছেন যে, মঙ্গলবার মন্টিভিডিওতে তারা নেইমারকে দলে পাচ্ছে না।


পিএসজি কোচ থমাস টাচেল গত সপ্তাহেই ইঙ্গিত দিয়েছিলেন, নেইমার যে ধরনের ইনজুরিতে পড়েছেন তাতে দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে কোন ম্যাচ খেলা প্রায় অসম্ভব। এরপরও ব্রাজিলিয়ান কোচ তিতে তাকে দলে রেখেছিলেন।


সূত্রঃ স্পোর্টস মেইল