নিউজিল্যান্ড বনাম উইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ

ফুটবল দুনিয়া November 14, 2020 1,091
নিউজিল্যান্ড বনাম উইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ

নিউজিল্যান্ডে নভেম্বর-ডিসেম্বরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা করা হয়েছিল আগেই।


এবার চূড়ান্ত হলো টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের সূচি। আগামী ২৭ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত নিউজিল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ।


২৭ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ক্যারিবিয়ানদের বিপক্ষে কিউইদের লড়াই। ‍এরপর খেলবে দুই টেস্ট। হ্যামিল্টনের সেডন পার্কে ৩ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট।


• ওয়েস্ট ইন্ডিজের নিউজিল্যান্ড সফরের সূচিঃ


প্রথম টি-টোয়েন্টি- ২৭ নভেম্বর, অকল্যান্ড


দ্বিতীয় টি-টোয়েন্টি- ২৮ নভেম্বর, মাউন্ট মাঙ্গানুই


তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি- ৩০ নভেম্বর, মাউন্ট মাঙ্গানুই


প্রথম টেস্ট- ২-৬ ডিসেম্বর, সেডন পার্ক, হ্যামিল্টন


দ্বিতীয় টেস্ট- ১০-১৪ ডিসেম্বর, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন


সূত্রঃ ক্রিকেট৯৭