পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের হয়ে মঈন আলীর পরিবর্তে নক আউট পর্বে খেলার কথা ছিল বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। কিন্তু তিনি ৮ নভেম্বর করোনা আক্রান্ত হোন। ফলে যাওয়া হয়নি পাকিস্তানে। পাকিস্তানি দৈনিক ডেইলি এক্সপ্রেস–এর খবর অনুযায়ী রিয়াদের বদলে আরেক বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে চেয়েছিল মুলতান।
১ বছরের নিষেধাজ্ঞা শেষে সাকিব ফিরেছেন কিছুদিন আগেই। ক্রিকেটে ফিরতে না ফিরতেই তাকে নিয়ে শুরু হয়েগেছে নিভিন্ন দলে ভেড়ানোর পাল্লা। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএলে) ড্রাফটে নাম ছিল সাকিবের। কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য এনওসি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পিসিবির শর্ত অনুযায়ী বদলি খেলোয়াড় নিতে হলে পূর্বে ড্রাফটে নাম ছিল, শুধু এমন ক্রিকেটারদেরই নিতে পারবে দলগুলো। ড্রাফটে সাকিবের নাম থাকাই তাই তাকে চেয়েও দলে নিতে পারেনি মুলতান সুলতানস। তবে সাকিব রিয়াদ যেতে না পারলেও আরেক দল লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলবেন ওপেনার তামিম ইকবাল।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি