দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। ঘরের মাঠে ভেনিজুয়েলাকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে তিতের দল।
ইনজুরির কারণে ব্রাজিলের আজকের ম্যাচের একাদশে ছিলেন না নেইমার। যদিও তাকে ছাড়ায় পুরো ম্যাচ জুড়েই প্রভাব বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা।

৭৩% বল পজিশনের সাথে গোলমুখে ১১টি শটও ম্যাচে ব্রাজিলের একচ্ছত্র আধিপত্যের স্বাক্ষর রাখে। যদিও গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৬৭তম মিনিট পর্যন্ত।
লিভারপুলের তারকা ফরওয়ার্ড রবার্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বাকি সমেয়ে আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই জয়ে বাছাইপর্বের তিন ম্যাচেই শতভাগ জয়ের ধারা অব্যাহত রাখলো ব্রাজিল। ৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে আছে সেলেকাওরা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে আর্জেন্টিনা।
সূ্ত্রঃ স্পোর্টসজোন২৪