প্যারাগুয়ের সাথে তখন খেলায় ১-১ গোলের সমতা। এমন সময় লো সেলসোর বুদ্ধিদীপ্ত এক পাস থেকে দারুন শটে বল জালে জড়ান মেসি। উল্লাসে মাতে গোটা আর্জেন্টাইন শিবির। কিন্ত সবাইকে অবাক করে দিয়ে ভারের সাহায্য নিয়ে গোলটি বাতিল করে দেন ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস।
দলীয় নৈপুণ্যে দারুন সমঝোতায় করা লিওনেল মেসির গোল বাতিল হওয়ায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ জেতা হলো না আর্জেন্টিনার। বৃহস্পতিবার লা বোম্বোনেরায় প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলের ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়লো আলবেসিলেস্তেরা।
২০১৫ সালের কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছে ৬-১ গোলে হারের পর থেকে তাদের কাছে অপ্রতিরোধ্য প্যারাগুয়ে। তারপর থেকে দুই দেশের লড়াইয়ে চার ম্যাচ ধরে অপরাজিত থাকলো তারা।
বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচে প্রথমার্ধে লিড নেয় সফরকারীরা। আনজেল রোমেরোর গোল প্যারাগুয়েকে এগিয়ে দেয়। তবে নিকোলাস গনসালেসের হেডে সমতা ফেরায় আর্জেন্টিনা।
পিছিয়ে পড়ার পর থেকে আর্জেন্টিনা ম্যাচে দাপট দেখায়। মেসির দ্বিতীয়ার্ধের গোল বাতিল হয় ভিএআরে। স্বাগতিকদের গোল হওয়ার ৩০ সেকেন্ড আগে একটি ফাউলের সূত্র ধরে আর্জেন্টাইনদের হতাশ করেন রেফারি। - স্পোর্টসজোন২৪