প্যারাগুয়ের কাছে হোঁচট খেলো আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া November 13, 2020 2,059
প্যারাগুয়ের কাছে হোঁচট খেলো আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা-প্যারাগুয়ে। ঘরের মাঠ আলবার্তোে হোসে আর্মান্দোতে ম্যাচের ২১ মিনিটেই পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। এ সময় লুকাস মার্টিনেজ কোয়ার্তা বক্সের মধ্যে ফাউল করেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরনকে।


রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে অ্যাঞ্জেল রোমেরো গোল করে এগিয়ে নেন দলকে।অবশ্য বিরতিতে যাওয়ার আগেই সমতা ফেরায় আর্জেন্টিনা।


ম্যাচের ৪১ মিনিটের মাথায় কর্নার পায় মেসি-লাওতারোরা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে জড়ান নিকোলাস গঞ্জালেস। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।


লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা এর আগে দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই জয়লাভ করেছে। ৬ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে।


সূত্রঃ রাইজিংবিডি