কাতার বিশ্বকাপ ২০২২ এর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের তৃতীয় ম্যাচে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে জায়ান্ট আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে আর্জেন্টিনা।
এই ম্যাচের আগে দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। জাতীয় দলে যোগ দেয়ার পর শুরুতে মেসি যখন একা একা অনুশীলন করেছিল তখন শঙ্কা আরো বেড়েছিল।
তবে জাতীয় দলের কোচ স্কালোনি জানিয়েছেন, প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচে খেলায় কোন বাধা নেই লিওনেল মেসির। সে ফিট রয়েছে এই ম্যাচে খেলার জন্য।
তিনি বলেন, ”লিও আমাদের সঙ্গে স্বাভাবিক ভাবেই অনুশীলন করেছে। তার ইনজুরি এখন আর নেই এবং ম্যাচে খেলতে তার কোন সমস্যা নেই। সুতরাং সে ফিট এবং তাকে আমরা প্রথম ম্যাচেই পাচ্ছি।”
সূত্রঃ স্পোর্টসজোন২৪