আবারও আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন দিবালা

ফুটবল দুনিয়া November 9, 2020 1,697
আবারও আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন দিবালা

শারীরিক অসুস্থতার কারণে কাতার বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা দল ছিটকে গেলেন পাওলো দিবালা। গুরুত্বপূর্ণ দুই ম্যাচে জুভেন্টাসের এই ফরোয়ার্ডকে পাচ্ছে না আর্জেন্টিনা।


আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। গত বৃহস্পতিবার দেশের বাইরের লিগগুলোতে খেলা ফুটবলারদের নিয়ে ২৫ জনের নাম ঘোষণা করেছে আর্জেন্টিনা।


সেই তালিকায় ছিলেন দিবালাও। কিন্ত দিবালার খেলা হচ্ছে না।আগামী শুক্রবার দেশের মাটিতে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে মেসিরা। এর পাঁচদিন পর খেলবে পেরুর মাঠে।


শুধুমাত্র ডিবালায় নয়, আর্জেন্টিনার আরেক তারকা মার্কোস অ্যাকুনাও এই ম্যাচটি মিস করবেন। তাদের পরিবর্তে দুই তারকাকে দলে ডেকেছেন স্কালোনি।


এই দুই তারকা হচ্ছেন, লিসান্দ্রো মার্তিনেজ এবং লিওনার্দো বালের্দি। তারা দুজনেই আর্জেন্টিনার আগামী দুই ম্যাচের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। - ডেইলি বাংলাদেশ/ স্পোর্টসজোন২৪