করোনা’য় আক্রান্ত হওয়ার কারনে গত মাসে অনুষ্ঠিত হওয়া পর্তুগালের নেশন্স লিগের দুই ম্যাচ মিস করেছিলেন রোনালদো। সুস্থ হয়ে ওঠায় এবারের আন্তর্জাতিক বিরতিতে হতে যাওয়া ম্যাচগুলোতে দলে থাকবেন এই পর্তুগীজ যুবরাজ।
১১ নভেম্বর অ্যান্ডোরার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। তারপর উয়েফা নেশন্স কাপেরও দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। এই তিনটি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে ফিরেছেন দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
রোনালদো ছাড়াও এই দলে আছে লিভারপুলের হয়ে আলো ছড়ানো দিয়েগো জোতা। আরও আছেন বার্নার্ডো সিলভা, ত্রিনকাও, ফেলিক্স, পাউলিনহোর মত তারকারা।
• পর্তুগালের পরবর্তী তিন ম্যাচের সময়সূচি-
পর্তুগাল বনাম অ্যান্ডোরা
১১ নভেম্বর, রাত ১:৪৫ মিনিট।
পর্তুগাল বনাম ফ্রান্স
১৪ নভেম্বর, রাত ১:৪৫ মিনিট।
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া
১৭ নভেম্বর, রাত ১:৪৫ মিনিট।
সূত্রঃ স্পোর্টসজোন২৪