কাতার বিশ্বকাপ ২০২২ এর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আগামী সপ্তাহেই শুরু হওয়া আন্তর্জাতিক বিরতিতে দুইটি ম্যাচে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে আর্জেন্টিনা। যার মধ্যে ছিলো বিশ্বের উচ্চতম রাজধানী লা পাজের মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অভিজ্ঞতাও। সবমিলিয়ে আসছে দুই ম্যাচে প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে জিতলে কাতারের পথে বেশ খানিকটা এগিয়ে যাবে মেসিরা।
সেই লক্ষ্যে আগেভাগেই দল ঘোষণা করে দিলেন আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনি। প্রাথমিকভাবে ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি। এর পরে স্থানীয় ফুটবল লিগ থেকেও আরও কয়েকজন ফুটবলার ডাক পাবে।
স্কালোনির ঘোষিত আর্জেন্টিনা দল
গোলরক্ষক
মার্টিনেজ, মার্সেচীন, নাহুয়েন পেরেজ
রক্ষণভাগ
ওটামেন্ডি, মেদিনা, কুয়ার্তা, ট্যাগলিয়াফিকো, ক্যানেমান
মধ্যমাঠ
ডি পল, আকুনা, ডমিনগুয়েজ, পেরেইরা, পাপু গোমেজ, প্যারেডেস, রদ্রিগেজ, লো সেলসো, প্যালাসিওস
আক্রমনভাগ
ডি মারিয়া, ওকাম্পস, এলারিও, মেসি, মার্টিনেজ, ডিবালা, গঞ্জালেজ।
সূত্রঃ স্পোর্টসজোন২৪