আইসিসির নতুন হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিংয়ে অল রাউন্ডারে শীর্ষ স্থান দখল করেছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার সময় সাকিবের ২১ রেটিং খোয়া গেলেও সাকিবের থেকে দ্বিতীয় স্থানে থাকা নবীর পার্থক্য ৭২ রেটিং। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো বেন স্টোকসের রেটিং ২৭৬ যা সাকিবের থেকে ৯৭ কম। তালিকার দশ নম্বরে উঠে এসেছেন শিন উইলিয়ামস।
ODI ক্রিকেট র্যাঙ্কিংয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে থাকা সাকিব আল হাসান ব্যাট হাতে আছেন ২৩ তম অবস্থানে। যদিও ক্রমতালিকায় ২১ ও ২২ থাকা সাবেক ক্যাঙ্গারু কাপ্তান স্টিভ স্মিথ ও বাঘ অধিনায়ক তামিম ইকবালের রেটিং পয়েন্ট সমানে সমান (৬৬৩)।
বাংলাদেশের হয়ে সবার উপরে ১৬ নাম্বার স্থানে আছেন মুশফিকুর রহিম। লিটন, সৌম্য আর মাহমুদউল্লাহ আছেন যথাক্রমে ৪১, ৪৩ ও ৫৪ নাম্বারে।
বোলিং তালিকায় দেশের পক্ষে সেরা স্থানে মেহেদী হাসান মিরাজ; রেটিং ৬২৬ নিয়ে ১৪ তম স্থানে। মুস্তাফিজুর রহমান আছেন দ্বিতীয়তে ১৯ নাম্বার তালিকায়। আর সাকিব আল হাসান আছেন ২৮ নাম্বারে। মাশরাফী ও সাইফুদ্দীন আছেন যথাক্রমে ৪২ ও ৪৭ তম স্থানে।
করোনা ভাইরাস এর কারনে খেলা বন্ধ আছে দীর্ঘ ৮ মাসের মত। ওয়ানডে ফরম্যাটে ফিরতে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে জানুয়ারি মাসের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের দিকে। ঐ সিরিজের পারফরম্যান্স এর উপর সবার র্যাঙ্কিংয়ে হেরফের হতে পারে আবারও।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি