দল খারাপ খেলায় মৌসুম শেষ হওয়ার আগেই চাকরি হারিয়েছেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। চাকরি হারানোর পর প্রথমবার কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। ‘এল পাইস’ পত্রিকার জন্য ভিসেন্তে দেল বস্কের সঙ্গে একটি কথোপকথনে অংশ নিয়েছিলেন।
এর প্রথম অংশ আগেই প্রকাশ করা হয়। সেখানে মেসির প্রশংসা করে রীতিমতো ভাসিয়ে দিয়েছিলেন। বার্সেলোনার মতো বড় ক্লাবে বড় তারকাদের সামলানোর ব্যর্থতাও ফুটে উঠেছিল তার কথায়।
সেদিন সেতিয়েন বলেছিলেন মেসির খেলা বদলানোর চেষ্টা করেননি। বিশ্বের সেরা খেলোয়াড় এবং বার্সেলোনাকে এত সাফল্য এনে দেওয়া খেলোয়াড়ের কিছু বদলানোর সাহস হয়নি তার। কিন্তু এখন জানা গেল মেসির খেলা বদলানোর সাহস না করা কোচ ঠিকই মহাতারকাকে বেরিয়ে যেতে বলেছিলেন রুম থেকে!
গত মৌসুমে সেল্টা ভিগোর মাঠে বার্সেলোনার খেলার ঘটনা হয়তো ভুলতে পারবেন না অনেকেই। সে ম্যাচের কদিন আগেই ম্যাচ চলাকালে খেলোয়াড়দের ধমক দিয়েছিলেন সেতিয়েনের সহকারী এদের সারাবিয়া। রূঢ় আচরণের কারণে তার ওপর খেপে উঠেছিলেন বার্সেলোনার তারকারা। এরই রেশ পড়েছিল সেল্টার ম্যাচে।
সেদিন পানি পানের বিরতিতে সারাবিয়া খেলোয়াড়দের নির্দেশনা দিচ্ছিলেন কীভাবে খেলা উচিত, কীভাবে আরেকটু পারফরম্যান্সে উন্নতি আনা যায়। মেসি কতটা খেপেছিলেন সেটা সেদিন টের পাওয়া গিয়েছিল। একদিকে সারাবিয়া নির্দেশনা দিচ্ছেন, আর তিনি তাকিয়ে ছিলেন অন্যদিকে।
লুইস সুয়ারেজ একবার তাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। সে ম্যাচে বার্সেলোনা শেষ মুহূর্তের গোলে পয়েন্ট খুইয়েছিল। ম্যাচের পর সেতিয়েন তাই বেশ কড়াভাবেই সমালোচনা করেছিলেন খেলোয়াড়দের।
এ ব্যাপারে কাদেনা সারের অনুষ্ঠান কিথি হুগেস কিছু বিস্তারিত তথ্য দিয়েছে। এ অনুষ্ঠানে দাবি করা হয়েছে সেতিয়েনের এমন কড়া কথা ভালো লাগেনি মেসির। তাই খেলোয়াড়দের সম্মান দিয়ে কথা বলতে বলেছিলেন মেসি। বলেছেন যে খেলোয়াড়েরা সবকিছু জিতেছে, এমনকি কোচের চেয়েও যে খেলোয়াড়দের অর্জন অনেক বেশি, তাদের সম্মান করা উচিত।
এরপরই নাকি মেসিকে বেরিয়ে যেতে বলেছেন সেতিয়েন। কিথি হুগেসের ভাষ্যমতে সেতিয়েন মেসিকে বলেছেন, ‘আমি যা বলছি সেটা ভালো না লাগলে দরজা খোলা আছে।’ এমন উত্তরে বার্সেলোনা অধিনায়ক আর কিছু বলেননি। শুধু হেসে নিজের মনোভাব বুঝিয়ে দিয়েছিলেন।
সেতিয়েনের এমন খোলামেলা কথা আবার পছন্দ হয়নি সাবেক রিয়াল মাদ্রিদ কোচ ও মহাব্যবস্থাপক হোর্হে ভালদানোর। একটা ক্লাব ছেড়ে যাওয়ার পর ভেতরের খবর এভাবে প্রকাশ করার পক্ষে নন ভালদানো।
সেতিয়েনের সমালোচনা করে তিনি বলেন, ড্রেসিংরুম হলো খুবই নির্দিষ্ট বাছাইকৃত কিছু লোকজনের জায়গা। এখানে অনেক নিয়ম থাকে, অনেক কিছুই বলা হয়। কখনোই সেগুলো বাইরে ফাঁস করা ঠিক না।
আর যদি সেটা করতেই হয়, তাহলে সেটি যতটা সম্ভব কম করে বলাই উচিত। সে (সেতিয়েন) ড্রেসিংরুমের ভেতরের পরিবেশ দেখেছে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বলে নিজেকে দোষারোপ করছে এবং ক্লাবের সংস্কৃতি ভাঙতে চায়নি। এ কথার মাঝে কিছু অস্পষ্টতা রয়ে গেছে। এতে মেসির যে ছবিটা দেখছি সেটা তো ভালো না।
সূত্রঃ অনলাইন