স্প্যানিশ লা লিগার এবারের আসরে তেমন একটা সুবিধা করতে পারছে না কাতালান ক্লাব এফসি বার্সেলোনা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সেখানে তাদের অবস্থান ১২তম স্থানে!
লা লিগার চলতি মৌসুমে ইতোমধ্যে ৭টি ম্যাচ খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৬টি ম্যাচে মাঠে নেমেছে বার্সেলোনা। মাত্র এই কয়েক রাউন্ডের খেলা শেষেই দুই দলের মধ্যকার পয়েন্টের ব্যবধান বেশ চোখে পড়ার মত।
লিগে ৭ ম্যাচ শেষে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৬ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে আছে বার্সেলোনা।
লা লিগায় এই মুহূর্তে বার্সালোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার পযেন্টের ব্যবধান ৮। যদিও বার্সালোনা একটি ম্যাচ কম খেলেছে। সেই ম্যাচে বার্সার জয় ধরে নিলেও ব্যবধান থাকবে ৫। - স্পোর্টসজোন২৪