স্প্যানিশ লা লিগার মহাগুরুত্বপূর্ন ম্যাচে রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে ফুটবল ক্লাব বার্সেলোনা। বাংলাদেশ সময় আজ রাত ৮ টায় মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে দুই দল।
এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অপরদিকে এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে বার্সেলোনা।
আজকের ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের তা দেখে নিন এক পলকে:
• বার্সেলোনা (ফর্মেশন: ৪-২-৩-১)
গোলরক্ষক
নেতো
রক্ষণভাগ
রবার্তো, পিকে, লেংলেট, ডেস্ট
মধ্যমাঠ
বুস্কেটস, ডি ইয়ং
আক্রমন ভাগ
গ্রিজম্যান, কুটিনহো, ফাতি, মেসি।
• রিয়াল মাদ্রিদ (ফর্মেশন ৪-৪-২)
গোলরক্ষক
কর্তোয়া
রক্ষণভাগ
নাচো, ভারানে, রামোস, মার্সেলো
মধ্যমাঠ
ভালভারদে, ক্যাসেমিরো, ক্রুস, মড্রিচ
আক্রমণভাগ
বেনজেমা, ভিনিসিয়াস।
সূত্রঃ স্পোর্টসজোন২৪