কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাই পর্বের অংশ হিসেবে আগামী মাসে দুটি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য আগেভাগেই দল ঘোষণা করলেন ব্রাজিল বস তিতে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের জন্য ঘোষিত এবারের ব্রাজিল স্কোয়াডে ফিরেছেন শুরুর দুই ম্যাচ মিস করা গোলরক্ষক অ্যালিসন বেকার। তার সাথে আরও ফিরেছেন ইনজুরির কারণে আগের দুটি ম্যাচ থেকে ছিটকে যাওয়া গ্যাব্রিয়েল জেসুস।
এছাড়াও গত দুই ম্যাচে দলে ডাক না পাওয়া জুভেন্টাস তারকা আর্থারকেও ডাকা হয়েছে আগামী দুটি ম্যাচের স্কোয়াডে। এছাড়াও দলে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র।
• ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক
অ্যালিসন, এডারসন, ওয়েভারটন।
রক্ষণভাগ
দানিলো, গ্যাব্রিয়েল মিনেইরো, রেনান লোদি, আলেক্স টেল্লেস, থিয়াগো সিলভা, মার্কুইসহোস, এডার মিলিটাও, রোদ্রিগো কায়ো।
মধ্যমাঠ
ক্যাসমিরো, ফ্যাবিনহো, কৌতিনহো, এভারটন রিবেইরো, আর্থার, ডগলাস লুইজ।
আক্রমন ভাগ
নেইমার, ভিনিসিয়াস, ফিরমিনো, রিচার্লিশন, জেসুস, এভারটন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪