আবারও করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন জুভেন্টাসের পর্তুগীজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো। আজ দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষার ফল এসেছে সিআরসেভেনের।
জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামতে গিয়ে এবার করোনায় আক্রান্ত হন রোনালদো। যার ফলে খেকতে পারেননি পর্তুগালের কয়েকটি ম্যাচও।
এবার ক্লাবের গুরুত্বপূর্ণ খেলাও মিস করতে যাচ্ছেন এই সুপারস্টার। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়ার কথা থাকা বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও মাঠে নামা হবে না রোনালদোর।
উয়েফার করোনা নীতিমালা অনুসারে কোন ম্যাচের সাত দিন পূর্বেই সকল ফুটবলারের করোনা টেস্টে নেগেটিভ ফল আসতে হবে। সেই নিয়ম মোতাবেক আজই রোনালদোর করোনা পরীক্ষায় নেগেটিভ আসার শেষ দিন ছিলো।
কিন্ত করোনা পরীক্ষায় আবারও নেগেটিভ ফল আসায় এবার জুভেন্টাসের পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ মিস করবেন এই তারকা ফুটবলার। - স্পোর্টসজোন২৪