নভেম্বরে দুটো আন্তর্জাতিক ম্যাচ খেলবে জাতীয় ফুটবল দল

ফুটবল দুনিয়া October 17, 2020 1,430
নভেম্বরে দুটো আন্তর্জাতিক ম্যাচ খেলবে জাতীয় ফুটবল দল

করোনাভাইরাসের কারণে থমকে গেছে দেশের ফুটবল অঙ্গন। পিছিয়ে গেছে বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের বাকি থাকা ম্যাচগুলো। যা অনুষ্ঠিত হবে ২০২১ সালে।


ফলে চলতি বছর আর কোন খেলা নেই। এমন অবস্থার মাঝেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দলকে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলানোর উদ্যোগ নিয়েছিল।


এ জন্য দক্ষিণ এশিয়ার দুই দেশ নেপাল ও শ্রীলংকাকে প্রস্তুাবও দিয়েছিল বাফুফে। শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে নেপাল।


অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে গোলনেপালডটকম জানায়, নভেম্বরে বাংলাদেশ ও নেপালের মধ্যে দুটি ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে।


তবে ম্যাচ দুটির নির্দিষ্ট সূচি এখনো ঠিক হয়নি। নভেম্বরের ৭ থেকে ১৭ তারিখ পর্যন্ত ফিফা ফ্রেন্ডলি উইন্ডো আছে। এই সময়ের মধ্যে যেকোন দেশ সর্বোচ্চ দুটি ম্যাচ খেলতে পারবে।


এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের জন্য নেপাল জাতীয় ফুটবল দলকে অনুশীলন শুরুর অনুমতি দিয়েছে দেশটির স্পোর্টস কাউন্সিল। তবে বাংলাদেশ কবে প্রস্তুতি শুরু করবে তা শিগগিরই চূড়ান্ত হবে বলে জানিয়েছে বাফুফে।


সূত্রঃ সময় টিভি অনলাইন