করোনাভাইরাসে আক্রান্ত ক্রিস্টিয়ানো রোনালদো

ফুটবল দুনিয়া October 13, 2020 1,746
করোনাভাইরাসে আক্রান্ত ক্রিস্টিয়ানো রোনালদো

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার পর্তুগিজ ফুটবল ফেডারেশন (পিএফএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদো করোনোভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে জাতীয়দলের অনুশীলন থেকে বিরত আছেন। কোভিড-১৯ এর কারণে তিনি সুইডেনের মুখোমুখি হবেন না।


করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে জুভেন্টাসের এ স্ট্রাইকার ২ সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকবেন। সোমবার সামাজিক যেগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে রোনালদো নিজের একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে দেখা যায় তিনি পর্তুগাল দলের সহকর্মীদের সাথে দীর্ঘ ডিনার টেবিলে বসেছিলেন।


পিএফএফ বিবৃতিতে আরও জানিয়েছে, রোনালদো করোনোভাইরাসে আক্রান্ত হওয়ার পর দলের বাকি খেলোয়াড়দের মঙ্গলবার সকালে কোভিড পরীক্ষা করানো হয়েছে। এবং সকলেইর ফলাফল নেগেটিভ এসেছে। সুইডেনের বিপক্ষে পর্তুগালের খেলাটি বুধবার অনুষ্ঠিত হবে।


সূত্র: গোল ডটকম/ স্কাই নিউজ, আমাদের সময়