আসন্ন কাতার বিশ্বকাপ ২০২২ কে সামনে রেখে শুরু হয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের খেলা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বলিভিয়ার আতিথ্য নেবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ২ টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে নিজেদের সেরা খেলা উপহার দিতে না পারলেও গুরুত্বপূর্ণ ৩টি পয়েন্ট অর্জন করেই মাঠ ছাড়ে লিওনেল মেসির দল। অবশ্য সেদিন ঘরের মাঠের সুবিধা পায় আলবেসিলেস্তেরা।
পক্ষান্তরে আজ বিশ্বের উচ্চতম স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।
• বলিভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশ যেমন হতে পারে:
গোলরক্ষক
আর্মানি
রক্ষণভাগ
মন্টিয়েল, কুয়ার্তা, ওটামেন্ডি, ট্যাগলিয়াফিকো
মধ্যমাঠ
স্যালভিও, প্যারাডেস, ডমিনগুয়েজ
আক্রমণভাগ
মেসি, মার্টিনেজ, ওকাম্পস।
সূত্রঃ স্পোর্টসজোন২৪