আমি ও আমার বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম
আমি :দোস্ত মাইয়া পটানো খুব কঠিন।
বন্ধু : না দোস্ত আনেক সহজ।
আমি : কেমোন?
বন্ধু : যেমোন একটা মেয়ে জাচ্ছে তার সামনে জেয়ে বলে দিবি I ♥ U.
আমি : সর কি বলস।
বন্ধু : বিস্বাশ হয়না।
আমি : না।
বন্ধু : তাহলে দেখ বাস্তব প্রমান।
.
.
.
[১মিনিট পরে একি মেয়ে জাচ্ছিল]
.
.
.
আপু I ♥ U [ওমনি তার পায়ের জুতা দিয়ে বাড়ি মারল]
মেয়ে : আমার বনরে রাইখা আমারে I ♥ U বলছ পাঠা।
তোকি বুজলেন বলেন্ত কজন পারেন দেখি।[ঘটনাটি সত্য তাই নাম দিলাম না]