কাউকে না বলবো না

বন্ধু কৌতুক May 31, 2018 3,445
কাউকে না বলবো না

বাপ্পী : জানিস, আজ আমার জন্মদিন।


মাহি : তাতে কী হয়েছে?


বাপ্পী : ঠিক করেছি সারাদিন ভালো হয়ে চলবো, কারো সঙ্গে খারাপ ব্যবহার করবো না, সবার কথা শুনবো, কাউকে না বলবো না।


মাহি : তাহলে ৫০০ টাকা ধার দে তো!