সেটা মাত্র বত্রিশ কিলো!

বন্ধু কৌতুক May 13, 2018 2,861
সেটা মাত্র বত্রিশ কিলো!

গ্রামের মোড়ল চিন্তাগ্রস্ত মুখে চাতালে বসে। সেই দেখে এক বন্ধু জিগ্যেস করে,


-কি ব্যাপার দাদা..?? সব ভাল তো..!!


-আর বলিস না..!! দু টনের এ.সি. কিনে বাড়ি আনার পর ওজন করে দেখি সেটা মাত্র বত্রিশ কিলো! এ ভাবে ঠকাবে, আমার ধারণার বাইরে..!!