বৈষম্য তৈরি করতে চাই না

বন্ধু কৌতুক July 9, 2018 3,681
বৈষম্য তৈরি করতে চাই না

গরিব ঘরের ছেলে লাল্টু মনযোগী ছাত্র। কিন্তু প্রতিবেশী বিত্তশালী পরিবারের ছেলে পল্টু স্কুলে যাওয়াই বন্ধ করে দিয়েছে। একদিন পল্টুকে খুব চেপে ধরলো লাল্টু বিষয়টি নিয়ে-


লাল্টু : দোস্ত স্কুলে যাওয়া বন্ধ করে দিলি! পড়ালেখাটা করতে হবে না!


পল্টু : মুরব্বিরা বলেন, শিক্ষায় সবার সমান অধিকার। শিক্ষা নিয়ে বৈষম্য করতে নেই!


লাল্টু : তার মানে


পল্টু : বেশি পড়াশোনা করে অন্যের সঙ্গে বৈষম্য তৈরি করতে চাই না।