এবার ঘণ্টায় ৫০০ কিলোমিটার গতিবেগে ছুটবে বুলেট ট্রেন ‘ম্যাগলিভ’৷রবিবার জাপানে পরীক্ষামূলক ভাবে চালান হল এই বুলেট ট্রেন৷এই বুলেট ট্রেনটির নাম ম্যাগলিভ ৷জানা গিয়েছে, এটিই বিশ্বের সর্বোচ্চ গতিসম্পন্ন প্রথম যাত্রীবাহী ট্রেন৷
তবে এখনই যাত্রীদের জন্য চালান হবে না এই ট্রেন৷যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন পরীক্ষায় পাশ করার পরই যাত্রীরা এই ট্রেনে ওঠার সুযোগ পাবেন৷ এদিন পরীক্ষামূলক ভাবে ট্রেনটি উয়েনহারা থেকে ফুয়েফিকি পর্যন্ত চালান হয়৷
:
বিবিসি সূত্রে জানা গিয়েছে, প্রায় আটবার বিভিন্ন পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরই যাত্রীদের জন্য এই ট্রেন চালাবার অনুমতি দেওয়া হবে জাপান রেলওয়েজের পক্ষ থেকে৷ তার ফলে আর মাত্র কয়েকদিন অপেক্ষা করে থাকতে হবে জাপানবাসীদের