প্রথম সেলফি তোলা হয় ১৭৫ বছর আগে!

ওয়ার্ল্ড রেকর্ডস April 26, 2016 1,551
প্রথম সেলফি তোলা হয় ১৭৫ বছর আগে!

সেলফি, সেলফি এবং সেলফি! যেদিকেই তাকানো হোক না কেন, দেখা যাবে শুধু সেলফিরই জয় জয়কার। কিন্তু আপনি কি জানেন, প্রথম সেলফি তোলা হয়েছিল কত বছর আগে? জেনে অবাক হবেন, ১৭৫ বছ্র আগে প্রথম তোলা হয়েছিল সেলফি।

১৮৩৯ সালে ৩০ বছর বয়সী রবার্ট কর্নেলিয়াস নামক এক তরুন প্রথম সেলফি তুলেছেন বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। আর সেলফিটি তিনি তুলেছিলেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অবস্থিত তাঁর বাবার দোকানে।


কিন্তু তখন বর্তমান সময়ের মত এতো অত্যাধুনিক ক্যামেরা কিংবা সেলফি ক্যামেরা ছিল না। তাহলে কিভাবে সম্ভব হয়েছিল এটি? তিনি প্রথমে তাঁর ক্যামেরা ল্যান্সের ক্যাপ অপসারন করেছিলেন। এরপর তিনি টানা পাঁচ মিনিট ধরে বসে ছিলেন ক্যামেরার সামনে!


পরবর্তীতে পোর্ট্রেট ফটোগ্রাফার হিসেবে খ্যাতি কুড়িয়েছিলেন কর্নেলিয়াস।


সব থেকে পুরনো সেলফি হিসেবে এটি গিনেজ বুকে নাম লিখিয়ছে