শরীরে ৪৫০ ছিদ্রের বিশ্বরেকর্ড

ওয়ার্ল্ড রেকর্ডস April 26, 2016 1,431
শরীরে ৪৫০ ছিদ্রের বিশ্বরেকর্ড

মুখমণ্ডলজুড়ে তান্ত্রিকের সাজ। চেহারা রীতিমত বীভৎস আর উদ্ভট আকার ধারণ করেছে। তাতে কি হয়েছে? বিশ্বরেকর্ডতো হাতে এসেছে।


নাম তাররোলফ বুশহলজ। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড তার শরীরে ৪৫০-এরও বেশি ছিদ্র তালিকা ভুক্ত করেছে। এর মধ্যে ১৭০টি মুখমণ্ডল জুড়ে। কপালে দুটি শিংও আছে বুশহলজের। বিশ্বরেকর্ড হাতে আসলেও নতুন সমস্যায় পড়েছেন তিনি। গত সপ্তাহে দুবাই ভ্রমণে গেলে এয়ারপোর্ট থেকেই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বিবিসি রেডিও ফাইভ-কে বুশহলজ বলেন, তার কপালে শিং ও শরীরজুড়ে ছিদ্র দেখে তাকে একজন ‘কালো জাদু’ চর্চাকারী বলে সন্দেহ করেন তারা। আর তাই জার্মানি ফিরে আসতে হলো আমাকে।


টুইটারে বুশহলজ লিখেছেন, আমি আর কখনোই দুবাই যাবো না!


উল্লেখ্য, রোলফ বুশহলজ বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। কিন্তু এই প্রথম তার সাথে এ ঘটনা ঘটল।