একটানা চারবার ফুটবলের বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার রেকর্ড

ওয়ার্ল্ড রেকর্ডস April 26, 2016 903
একটানা চারবার ফুটবলের বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার রেকর্ড

বিশ্বকাপ ফুটবলের প্রতিটি আসরেই যেখানে বহু রেকর্ডের হাতবদল হয় সেখানে চলতি আসরটিও ব্যতিক্রম নয়। আর নতুন করে তৈরি হওয়া এইসব রেকর্ডের মধ্যে দলগতভাবে অন্তত দু'টি রেকর্ড বোগলদাবা করেছে জার্মানি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম বারের মতো শততম ম্যাচ খেলার গৌরব অর্জনকরা জার্মানি গেল তিনটি আসরের মতো এবারওসেমিফাইনালে উঠতে সক্ষম হয়েছে। আর এরই মাধ্যমে একটানা সবচেয়ে বেশি অর্থাত্ একটানা চারবার বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার রেকর্ড গড়েছে এই দলটি।