উল্টো হাঁটার রেকর্ড

ওয়ার্ল্ড রেকর্ডস April 26, 2016 817
উল্টো হাঁটার রেকর্ড

নেহাত বাতিক গ্রস্থ না হলে কিংবা অন্যের সাথে মজা করার উদ্দেশ্যেনা হলে কেউই সম্ভবত উল্টো দিকে হাঁটতে চাইবেন না। তবে রেকর্ড গড়ার প্রয়োজনে মানুষ যখন হেনকাজ নেই যা করছে না, তখন একদল লোকেরউল্টো হাঁটার মধ্যে আর অবাক হবারই বা কী আছে! মজার বিষয় হলো এভাবে একদল লোকের উল্টো হাঁটার রেকর্ডটা কিন্তু হয়েছিল আমাদেরপ্রতিবেশী দেশ ভারতেই। দলগত কাজের বিষয়ে সবাইকে সচেতন করতেই ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে অবস্থিত প্রেস্টিজ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড রিসার্চের উদ্যোগে সর্বমোট ১,১০৭ জনের উল্টো হাঁটার মধ্য দিয়ে তৈরি হয় সবচেয়ে বেশি মানুষের উল্টো হাঁটার রেকর্ডটি গড়েন। আর উল্টো পথে হেঁটে তাদের মোট অতিক্রান্ত দূরত্বের পরিমাণ ছিল প্রায় এক কিলোমিটারের মতো।