ইয়োগা অনুশীলন রেকর্ড

ওয়ার্ল্ড রেকর্ডস April 26, 2016 2,065
ইয়োগা অনুশীলন রেকর্ড

শরীর চর্চার অন্যতম একটি ধারা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ইয়োগার যে জনপ্রিয়তা রয়েছে অনেকের মতেই সেই ইয়োগার জন্ম হয়েছিল এই ভারতবর্ষ থেকে। আর ইয়োগার এই জন্মভূমিতেই কিছুদিন আগে হয়ে গেল একসাথে সবচেয়ে বেশি মানুষের ইয়োগা অনুশীলন করার রেকর্ডটি। ভারতের কর্ণাটক প্রদেশের দক্ষিণ কানাড়া ও উডুপি জেলারসর্বমোট ৪৭টি স্থানে একসাথে আয়োজিত এই ইয়োগা অনুশীলনে অংশ নেন রেকর্ড সংখ্যক ৬২,৮২৪ জন ইয়োগাপ্রেমী। আর তাদের এই ইয়োগা অনুশীলনের নেতৃত্ব দেন শান্তিভানা ট্রাস্টের প্রেসিডেন্ট ডা. ডি. ভিরেন্দ্র হেগাড়ে।