একটানা হ্যান্ডস্প্রিং দেওয়ার ক্ষেত্রে ছেলেদের হয়ে রেকর্ড

ওয়ার্ল্ড রেকর্ডস April 26, 2016 1,220
একটানা হ্যান্ডস্প্রিং দেওয়ার ক্ষেত্রে ছেলেদের হয়ে রেকর্ড

চিত্র :হ্যান্ডস্প্রিং (ওজেল উইলিয়ামস।)


কিছুটা দূরত্ব দৌড়ে এসে শরীরের গতিকে কাজে লাগিয়ে দুই হাতে ভর করে শূন্যে ডিগবাজি খেয়ে পুনরায় সোজা হয়ে দাঁড়ানোর যে কসরত তাকেই কেতাবি ভাষায় বলা হয় হ্যান্ডস্প্রিং। আর এভাবে একটানা হ্যান্ডস্প্রিং দেওয়ার ক্ষেত্রে ছেলেদের হয়ে যিনি রেকর্ড গড়েন তিনি হলেন আমেরিকার ওজেল উইলিয়ামস। ইউনিভার্সিটি অব কলোরাডোর চিয়ার স্কোয়াডের সদস্য ওজেল কিছুদিন আগে শহরের ফলসম ফিল্ডে স্থানীয় কলোরাডো বাফেলোস দলের খেলার বিরতিতে একটানা ৫৭ বার হ্যান্ডস্প্রিং দিয়ে এই রেকর্ডটি গড়েন।