এবার এক ঘণ্টায়সবচেয়ে বেশি সংখ্যাক স্যান্ডউইচ তৈরি করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে অবস্থিত ইউনিভার্সিটি অবসাউদার্ন ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক একটি দল এক ঘন্টায় সর্বমোট ১৭,৩৪১ টি চিজ স্যান্ডউইচ তৈরি করেন। আর রেকর্ড তৈরি ও স্বীকৃতি নিশ্চিত হওয়ার পর এইস্যান্ডউইচগুলো ইউনিয়ন রেসকিউ মিশন, মিডনাইট মিশন ,ডাউনটাউন ওমেন্সসেন্টার এবং এলএমিশন নামের চারটি দাতব্য সংস্থাকে দিয়ে দেওয়া হয়।