NODI (নদী) LYRICS - HABIB WAHID

বাংলা লিরিক্স December 19, 2018 4,720
NODI (নদী) LYRICS - HABIB WAHID

তোর কথায়, তোমার পথে

দাঁড়িয়ে থাকি যদি ।

পথটা আমার পথ থাকে না,

পথ হয়ে যায় নদী ।

তোমায় দেখার আশায় থাকি

সেই নদীটার কূলে ।

আমায় তুমি সে পথ থেকে

নাও না তবে তুলে ।


একটা পলক দেখার তাড়ায়

একটা দিন আর রাতে,

আমার সকল থমকে থাকে

কাজ থাকে না হাতে ।

আর কিছু না,

দেখবো তোমায়;

এটুকুই তো দাবি ।

তুমি আমার, বন্ধ সময়

খুলে দেবার চাবি ।


তোর কথায়, তোমার পথে

দাঁড়িয়ে থাকি যদি ।

পথটা আমার পথ থাকে না,

পথ হয়ে যায় নদী ।

তোমায় দেখার আশায় থাকি

সেই নদীটার কূলে ।

আমায় তুমি সে পথ থেকে

নাও না তবে তুলে ।।