অ্যান্ড্রয়েডের সেরা অফলাইন গেইম....

গেমস রিভিউ July 20, 2018 2,421
অ্যান্ড্রয়েডের সেরা অফলাইন গেইম....

Play store আজকাল ছোট সাইজের অফলাইন গেইম পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। আজকে আপনাদেরকে দারুণ একটি অফলাইন গেইমের সাথে পরিচয় করিয়ে দেবো, যে গেইম খেলতে দরকার হবে না ইন্টারনেট সংযোগের।

বো-মাস্টার্স নামের এই গেইমটি সারা বিশ্বে বেশ জনপ্রিয় এর গেইম প্লে, সহজ ইন্টারফেইস এবং গেইম কন্ট্রোলিং-এর জন্য। ইতোমধ্যে প্লে স্টোর থেকে পঞ্চাশ মিলিয়নের বেশিবার ডাউনলোড হয়েছে গেইমটি! গেমটি খেলা বেশ সহজ এবং খেলা শুরু করলে গেইমে আসক্ত হয়ে যাবেন খুব দ্রুত। প্রথমে আপনাকে একটা ক্যারেক্টার সিলেক্ট করতে হবে।প্রতিটি ক্যারেকটারের একেক ধরণের অস্ত্র রয়েছে। কারো তীর, কারো বা কুড়াল। কম্পিউটারের সাথে খেলার সময় আপনাকে তীর-ধনুক অথবা অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে সুনির্দিষ্ট টার্গেট করে। শুধু রোবটের সঙ্গে খেলা ছাড়াও পাখি শিকার, বন্ধুর সঙ্গে খেলা, আপেল নিশানা এবং অনলাইনে প্রতিপক্ষের সাথে খেলতে পারবেন।