প্রথমবারের মতো দেশে মোবাইল ফোনে খেলার উপযোগী মীনা ইন্টার্যাক্টিভ গেইম চালু করেছে বেসরকারি সংস্থা ইউনিসেফ।
শিশুদের জন্য কাজের ৭০ বছর উদযাপন উপলক্ষ্যে দেশে এই গেইম অবমুক্ত করেছে সংস্থাটি।
১৮ বছররের কম বয়সীদের জন্য সামাজিক, সাংস্কৃতিক পরিবর্তন আনতে গেইমটি ভূমিকা রাখবে বলে জানান ইউনিসেফের অ্যান্থনি লেইক।
গেইমটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।আগ্রহীরা ডাউনলোড করে খেলতে পারবেন।
১০ ডিসেম্বর সেটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সেটি ছাড়া হয়েছে। তবে খুব শিগগিরই অন্যান্য ব্যবহারকারীদের জন্যই ছাড়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।--- টেকশহর