যাঁরা যুদ্ধ-লড়াইয়ের গেম পছন্দ করেন তাঁদের জন্য অ্যাপলের অ্যাপ স্টোরে উন্মুক্ত হয়েছে ইনজাস্টিস ২ নামের একটি যুদ্ধকাহিনিনির্ভর গেম। এটি নেদাররিলম স্টুডিওসের ২০১৩ সালে উন্মুক্ত করা ‘ইনজাস্টিস: গড অ্যামাং আস’ গেমটির সিক্যুয়েল। ১৬ মে গেমটি কনসোলের জন্য উন্মুক্ত করবে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গেমটি পেতে আরও অপেক্ষায় থাকতে হবে। আপাতত তাঁরা আগাম নিবন্ধন করে রাখতে পারবেন।
আইওএস প্ল্যাটফর্মের ইনজাস্টিস ২ গেমটিতে নতুন চরিত্র, নতুন গেম মোড যুক্ত হচ্ছে। অবশ্য লড়াইয়ের ধরন প্রথম গেমটির মতো হবে। সাম্প্রতিক সংস্করণে গেমার ডিসি ইউনিভার্সের চরিত্রগুলোকে নতুন করে গঠন করতে, নতুন স্তরে যাওয়ার আরও নতুন উপায় পাবেন। এতে গিয়ার সিস্টেম যুক্ত করার ফলে চরিত্রগুলোকে নতুন করে সাজানোসহ তাদের স্বাস্থ্য ঠিক রাখা, সক্ষমতা ও শক্তি বাড়ানোর সুবিধা আসছে।
নতুন গেমটি চালাতে আইওএস সংস্করণ ১০ বা এর পরের হালনাগাদ সংস্করণ ও কমপক্ষে এক জিবি র্যামের ডিভাইস প্রয়োজন পড়বে। গেমটি ইনস্টল করতে ডিভাইসে কমপক্ষে এক জিবি ফাঁকা জায়গা থাকতে হবে। গেমটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।
তথ্যসূত্র: এনডিটিভি।