: অ্যারিং বার্ডস নির্মাতা রোভিও তাদের একটি গেইমকেই টাকা তৈরির মেশিন হিসেবে তৈরি কবে বসে থাকে নাই। একের পর এক গেইম ও তার আপডেট তৈরি করছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার অ্যাংরি বার্ড ব্লাস্ট নামের নতুন গেইম বাজারে আসছে।
গেইমটিতে ক্যান্ডি ক্রাশ সাগার মতো তিনটি পাজল থাকছে। একই ধরণের তিনটি পাখি মেলাতে পারলে থাকবে পুরস্কার, পয়েন্ট ও পাওয়ার-আপস।
গেইমটিতে মাইক্রোট্রানজিকশনস সুবিধা থাকছে। তবে যদি আপনি সাইন আপ করেন তাহলে ২২ ডিসেম্বর গেইমটি উন্মুক্ত হলে নোটিফিকেশন পাঠাবে। একইসাথে ৯.৯৯ ডলার পুরস্কার দেওয়া হবে।
সব জায়গাতেই অ্যাংরি বার্ডস দেখে অনেকেই ক্লান্ত। যদিও অ্যাংরি বার্ডস মুভি অনেককে বাড়তি বিনোদনও দিয়েছে। এবার তারা নতুন আইডিয়ার গেইম নিয়ে আসছে। আগের মতোই সাফল্যের ধারাবাহিকতা থাকবে এমনটাই প্রত্যাশা রোভিওর।