স্মার্টফোনের জন্য প্লেস্টেশনের গেইম আনছে সনি

গেমস রিভিউ November 11, 2016 3,063
স্মার্টফোনের জন্য প্লেস্টেশনের গেইম আনছে সনি

জাপানি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি স্মার্টফোনের জন্য প্লেস্টেশনের গেইম তৈরি করতে যাচ্ছে। ২০১৮ সালে দেখা মিলবে গেইমগুলো। শুক্রবার জাপানি সংবাদ মাধ্যমে নিকেই-কে এই তথ্য জানায় সনি।


সনি জানিয়েছে, প্রাথমিকভাবে প্লেস্টেশনের পাঁচটি গেইম স্মার্টফোনের জন্য তৈরি করা হবে। গেইমগুলো গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএস ডিভাইসের জন্য আনা হবে। সনির ফরওয়ার্ডওয়ার্কস নামের নতুন বিভাগ এই গেইম তৈরির কাজটি করছে।


জাপানের আরেক প্রতিষ্ঠান নিনটেনডোও গেইমিং কনসোলের পাশাপাশি স্মার্টফোনের জন্য গেইম তৈরি শুরু করেছে।




ইতোমধ্যে অ্যাপল ইভেন্টে আইফোনে নিজেদের বানানো সুপরিচিত গেইম সুপার মারিও’র সংস্করণ আনার ঘোষণা দেয় নিনটেন্ডো। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে স্মার্টফোন ব্যবহারকারী বাড়ছে। তাই এই বাজার ধরতেই গেইমিং কনসোল প্রতিষ্ঠানগুলো নজর।


তবে সনি প্লেস্টেশনের কোন পাঁচটি গেইম স্মার্টফোনের জন্য তৈরি করতে যাচ্ছে সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি।


স্মার্টফোনের জন্য প্লেস্টেশনের গেইম তৈরি সনির জন্য নতুন নয়। আগেও সনির বিশেষ কিছু স্মার্টফোনে প্লেস্টেশন গেইম খেলার সুবিধা যুক্ত করেছিলো প্রতিষ্ঠানটি। কিন্তু তা খুব একটা জনপ্রিয়তা পায়নি। এখন দেখার বিষয় নতুন পাঁচটি গেইম কেমন জনপ্রিয়তা পায়।