স্বামী অফিসে যাওয়ার সময় স্ত্রী বলল-
স্ত্রী : একটা অন্যায় করে ফেলেছি, রাগ করবে না বলো?
স্বামী : তোমার ওপর কি রাগ করতে পারি? কী হয়েছে?
স্ত্রী : ইস্ত্রি করার সময় তোমার প্যান্টের পেছনটা পুড়ে ফেলেছি।
স্বামী : তাতে কী হয়েছে? আমার তো ঠিক ওই রকম আরো একটা প্যান্ট আছে।
স্ত্রী : জানি, সেই প্যান্টটা কেটেই তো ছেড়া প্যান্টটা তালি মেরে দিয়েছি। যেটা পরে এখন অফিসে যাচ্ছো।