দুই হাতে জড়ায়া ধরতা

স্বামী-স্ত্রী কৌতুক July 22, 2018 5,320
দুই হাতে জড়ায়া ধরতা

স্বামী খুব মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছে। স্ত্রী খুবই অসন্তুষ্ট আর বিরক্ত মুখ নিয়ে তার সামনে এসে বলল-


স্ত্রী : আফসোস! যদি আমি একটা পত্রিকাও হইতাম, তাইলেও তুমি একটু আমার দিকে মনোযোগ দিয়া দেখতা। দুই হাতে জড়ায়া ধরতা।


স্বামী : আমিও খুব চাই যে, তুমি যদি একটা পত্রিকা হইতা, তাইলে প্রতিদিন নতুন নতুন রূপে দেখা পাইতাম!