স্বামী-স্ত্রীর এসএমএস

স্বামী-স্ত্রী কৌতুক July 14, 2018 4,786
স্বামী-স্ত্রীর এসএমএস

স্বামী-স্ত্রী ইংরেজি চর্চা শুরু করেছে। যখন-তখন ইংরেজিতে এসএমএস করছে তারা। ফোন করে বলছে, তাড়াতাড়ি উত্তর দিতে। একদিন স্বামী এসএমএস করেছে স্ত্রীকে-


স্বামী : হাই! হোয়াট আর ইউ ডুয়িং ডার্লিং?


স্ত্রী : আই অ্যাম ডায়িং…


স্বামী : সুইট হার্ট, ডোন্ট ডাই, প্লিজ! হাউ ক্যান, আই লিভ উইদাউট ইউ?


স্ত্রী : ইউ ডাফার, ইডিয়ট! আই অ্যাম ডায়িং মাই হেয়ার।