স্বপ্নে ডানাকাটা পরি আসে

স্বামী-স্ত্রী কৌতুক July 14, 2018 3,688
স্বপ্নে ডানাকাটা পরি আসে

স্বামী : কাল রাতে স্বপ্নে এক ডানাকাটা পরী এসেছিল আমার কাছে।


স্ত্রী : তাই? তারপর?


স্বামী : ওহ, কী সুন্দর। একেবারে রূপকথার মতো।


স্ত্রী : নিশ্চয়ই সে একা ছিল!


স্বামী : আরে তুমি জানলে কিভাবে?


স্ত্রী : জানি।


স্বামী : কিভাবে, বলো না!


স্ত্রী : ওর স্বামী মানে রাজকুমার এসেছিল আমার স্বপ্নে!