![সুযোগ দাও না প্লিজ](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-62cb24c94e85a04b3e25abca8752d927.jpg&w=144&h=96)
![স্বপ্নে ডানাকাটা পরি আসে](https://bdup24.com/media/2018/07/janabd-43fcbb2577aefbf070a73bb318b90bfb.jpg)
স্বামী : কাল রাতে স্বপ্নে এক ডানাকাটা পরী এসেছিল আমার কাছে।
স্ত্রী : তাই? তারপর?
স্বামী : ওহ, কী সুন্দর। একেবারে রূপকথার মতো।
স্ত্রী : নিশ্চয়ই সে একা ছিল!
স্বামী : আরে তুমি জানলে কিভাবে?
স্ত্রী : জানি।
স্বামী : কিভাবে, বলো না!
স্ত্রী : ওর স্বামী মানে রাজকুমার এসেছিল আমার স্বপ্নে!