স্ত্রী: এই একটু কাপড়গুলো ধুয়ে দাওতো!
স্বামী: মুখ ভার করে কিছু না বলে হনহন সদর দরজা দিয়ে বাইরে চলে গেল।
আধঘন্টা পর এসে সুবোধ বালকের মতো বাথরুমে গিয়ে কাপড়গুলো ধোয়া শুরু করলো।
স্ত্রী: ব্যাপার কী? অমন করে বাইরে গিয়েছিলে কেন? আর এসেই কাপড় কাঁচতে শুরু করলে যে!
স্বামী: (মুখ গোমড়া করে) উকিলের বাড়িতে গিয়েছিলাম। ডিভোর্সের ব্যাপারে আলাপ করতে।
স্ত্রী: ডিভোর্স! তা কী আলাপ হলো?
স্বামী: কোনো আলাপ হয়নি। গিয়ে দেখি উকিল নিজেই থালা-বাসন মাজছেন।